Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের এ্যামব্রোশিয়া হোটেলের ১৭ লাখ টাকার ভ্যাট ফাঁকি


১২ অক্টোবর ২০২০ ১৮:৩০

ঢাকা: বিক্রির তথ্য গোপন করে ১৭ লাখ টাকার ভ্যাট ফা চট্টগ্রামের এ্যামব্রোশিয়া হোটেলে প্রকৃত বিক্রয় তথ্য গোপন করে ১৭ লাখ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে। ভ্যাট গোয়েন্দার অভিযানে এ তথ্য উদ্ঘাটিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি জানান, ভ্যাট গোয়েন্দা ৭ সেপ্টেম্বর রেস্টুরেন্টটিতে অভিযান চালায়। এতে তারা বেশকিছু বাণিজ্যিক দলিলাদি জব্দ করে। যাতে দেখা যায় মাসিক রিটার্নে বিক্রয়ের সঙ্গে ব্যাপক গরমিল রয়েছে। রেস্টুরেন্টটি ১০৫৩ শেখ মুজিব রোড, জীবনবীমা ভবন আগ্রাবাদে অবস্থিত। অনুসন্ধান অনুসারে জুলাই ২০১৮ থেকে জুলাই ২০২০ সময়ে রেস্টুরেন্টের প্রকৃত মোট বিক্রির পরিমাণ ৩ কোটি ৬৯ লাখ টাকা। এই মূল্যের ওপর ভ্যাট আরোপযোগ্য হয় ৫৫ লাখ ৩৩ হাজার টাকা।

মইনুল খান আরও জানান, এ্যামব্রোশিয়া ওই একই সময় মাসিক রিটার্নের মাধ্যমে ভ্যাট দিয়েছে মাত্র ৪১ লাখ ৮৬ হাজার টাকা। ফাঁকি দেওয়া ভ্যাটের পরিমাণ ১৩ লাখ ৪৫ হাজার টাকা। সময়মতো ভ্যাট পরিশোধ না করায় ভ্যাট আইন অনুসারে ২% হারে সুদ প্রযোজ্য হবে ১৭ লাখ ২৪ হাজার টাকা।

তিনি আরও জানান, এখানে উল্লেখ্য করোনাকালীন মার্চ-জুন ২০২০ চার মাস রেস্টুরেন্টটি বন্ধ ছিল এবং তাদের জিরো রিটার্ন বিবেচনায় আনা হয়েছে। ভ্যাট গোয়েন্দা দল কর্তৃক উদ্ঘাটিত এই ফাঁকি করোনার পূর্ব সময়ের। যার কারণে সোমবার এ্যামব্রোশিয়ার বিরুদ্ধে ভ্যাট ফাঁকির কারণে মামলা দায়ের করেছে ভ্যাট গোয়েন্দা।

কর ফাঁকি গোয়েন্দা নভেল করোনাভাইরাস ভ্যাট গোয়েন্দা ভ্যাট ফাঁকি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর