Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গাপূজা ও অবকাশকালীন ছুটি ঘোষণা সুপ্রিমকোর্টের


১২ অক্টোবর ২০২০ ১৮:২২

ঢাকা: দুর্গাপূজা উপলক্ষ্যে তিন দিনের ছুটি ঘোষণা করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন। একইসঙ্গে বাতিল হওয়া ডিসেম্বর মাসে ১০ দিনের অবকাশকালীন ছুটি পুন:বহাল করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সুপ্রিমকোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২৫, ২৭ ও ২৮ অক্টোবর সুপ্রিমকোর্টের উভয় বিভাগে ছুটি ঘোষণা করা হয়েছে।

এছাড়া বাতিলকৃত অবকাশকালীন ছুটি পুন:বিবেচনা করে ২০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রধান বিচারপতির সভাপতিত্বে ভিডিও কলের মাধ্যমে ভার্চুয়াল কনফারেন্স করে ফুল কোর্ট সভায় গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অবকাশকালীন ছুটি দুর্গাপূজা সুপ্রিমকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর