Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মিটার রিডার আরিফুল গ্রেফতার


১২ অক্টোবর ২০২০ ১৭:২১ | আপডেট: ১২ অক্টোবর ২০২০ ১৮:৪৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদের বিস্ফোরণের ঘটনায় ডিপিডিসির (সিএসএস) মিটার রিডিং কালেক্টর আরিফুর রহমানকে গ্রেফতার করেছে সিআইডি।  সোমবার (১২ অক্টোবর) দুপুরে  কিল্লারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইন গ্রামের ইউনুস সরদারের ছেলে।

নারায়ণগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন জানান, মসজিদে বিস্ফোরণের ঘটনায় মিটার রিডার আরিফুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ বিদ্যুতের স্পার্ক থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল। এই বিদ্যুৎ সংযোগ তদারকি করার দায়িত্ব ছিল আরিফুল। দায়িত্ব অবহেলার অভিযোগে বিদ্যুৎ বিভাগ তাকে বহিষ্কার করেছে।

বিজ্ঞাপন

সিআইডির পুলিশ সুপার আরও জানান,  আগামি তিন সপ্তাহের মধ্যে এ ঘটনার তদন্ত প্রতিবেদন আদালতে দেয়া হবে এবং আরও যাদের অবহেলা রয়েছে এবং ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হবে।

গ্রেফতার নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ

বিজ্ঞাপন

বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
১১ জানুয়ারি ২০২৫ ১৯:৪৮

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি
১১ জানুয়ারি ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর