ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার
১২ অক্টোবর ২০২০ ১৬:২৪ | আপডেট: ১২ অক্টোবর ২০২০ ১৬:২৫
নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে ইমতিয়াজ হোসেন ইমু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাতে বক্তাবলীর গোপালনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমু ওই আজহার মিয়া ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইমু প্রধানমন্ত্রীকে বিভিন্ন মন্তব্য করে পোস্ট দেয়। তার বিরুদ্ধে বক্তবলীর আওয়ামী লীগ নেতা মোবারক শেখ ফতুল্লা থানায় বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এরপরই তাকে গ্রেফতার করা হয়েছে।