Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ


১২ অক্টোবর ২০২০ ১৫:৫৩

সাভার: আশুলিয়ার জহরছান্দা এলাকায় চাঁনমিয়া নামের এক ব্যক্তির ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে।

অভিযুক্তরা হলেন- আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম (৫০), টিটু সরকার (৩৮), আব্দুর রশিদ (৫০), ফারুক হোসেন (৩৬), শফিকুল ইসলাম (৪০) ও লিটন মাদবর (২৮) ।

ভুক্তভুগী চাঁন মিয়া বলেন, ‘৬০ বছর আগে আমার মায়ের কেনা ২৫.২০ শতাংশ জমি স্থানীয় চিহ্নিত ভূমিদস্য রেজাউল গং দীর্ঘদিন ধরেই জোরপূর্বক দখলের পাঁয়তারা করছে। এ বিষয়ে আদালতে একটি মামলাও করা হয়েছে। করোনা মহামারিতে আদালতের কার্যক্রম স্থগিত থাকার সুযোগে গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ভাড়াটে একদল সন্ত্রাসী নিয়ে পুনরায় ওই জমি দখলের চেষ্টা করে রেজাউল বাহিনী। এসময় কেটে ফেলা হয় ওই জমিতে থাকা কয়েক ধরনের গাছ। পরে জাতীয় জরুরি সেবা নম্বরে কল দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বলেন,‘ জমি দখলের বিষয়টা সম্পূর্ণ মিথ্যা। চাঁন মিয়ার বাবা নিক্কন হাউজিংয়ের কাছে সম্পূর্ণ জমি বিক্রি করে দিয়েছে। অথচ সেই জমির প্লট দখল করে রেখেছে চাঁনমিয়া। ওই প্লট পরিস্কার করা হয়েছে, জোরপূর্বক কোনো জমি দখল করতে আমি যাইনি। উল্টো চাঁনমিয়া জমি দখলের উদ্দেশ্যে আমার নামে মিথ্যা মামলা করেছে।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান খান বলেন, ‘জমি দখলের একটি অভিযোগ আমাদের কাছে এসেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

২৫ শতাংশ জমি আওয়ামী লীগ জোরপূর্বক দখল

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর