Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় ছাত্র পরিষদের ২ নেতা গ্রেফতার


১২ অক্টোবর ২০২০ ১৫:৪৮

প্রতীকী ছবি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) রাজীব আল মাসুদ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সংগঠনের ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা।

বিজ্ঞাপন

পুলিশের ডিসি বলেন, ‘রোববার (১১ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর মগবাজার ও আজিমপুরে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাইফুল ও নাজমুলকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

ধর্ষণের শিকার ভুক্তভোগী ওই শিক্ষার্থীর করা মামলায় মোট আসামি ছয়জন। এদের মধ্যে প্রাথমিক সত্যতার ভিত্তিতে দুই আসামিকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণ ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর