বরিশালে সন্তান হত্যায় মাসহ ৩ জনের যাবজ্জীবন
১২ অক্টোবর ২০২০ ১৪:৪১
বরিশাল: জেলার মেহেন্দিগঞ্জে পরকীয়ার জেরে শিশু রনি হত্যা মামলায় মাসহ তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহিদ আহমেদ আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।
দণ্ডিতরা হলেন- শিশুর মা মোসাম্মদ কনা বেগম ও তার দুই প্রেমিক শাহিন নলী এবং রুহুল আমীন নলী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী লস্কর নূরুল হক জানান, ঘটনার দিন ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি দুপরে মায়ের পরকিয়া মেলামেশার বিষয়টি দেখে ফেললে রনিকে তার মা দুই প্রেমিকের সহায়তায় গলা টিপে হত্যা করে। এরপর রনিকে সাপে কেটেছে বলে দাফন করতে গেলে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্যের সন্দেহ হলে বাধা দেয়।
পরে খবর পেয়ে রনির বাবা চট্টগামের সীতাকুণ্ডে দিনমজুরের কাজ করেন লতীফুল্লা দুয়ারী পরদিন কাজীরহাট থানায় মামলা দায়ের করেন। এই মামলায় ২৪ জন সাক্ষির সাক্ষ্য শেষে আদালতের বিচারক তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইব্যুনাল টপ নিউজ বিচারক যাবজ্জীবন কারাদণ্ড