সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র আতিক
১২ অক্টোবর ২০২০ ১৩:১৮ | আপডেট: ১২ অক্টোবর ২০২০ ১৬:৫০
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এবং তাঁর স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) ডিএনসিসি জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থ বোধ করায় গতকাল রোববার সকালে কোভিড টেস্টের জন্য তাঁরা নমুনা দেন এবং রাতে টেস্টের পজিটিভ ফল পাওয়া যায়।
এদিকে, মেয়রের এপিএস-২ রিশাদ মোর্শেদও করোনা আক্রান্ত হয়েছেন।
সবার রোগমুক্তির জন্য ডিএনসিসি জনসংযোগ কর্মকর্তা নগরবাসীর কাছে দোয়া কামনা করেছেন।