Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউনুস আলী আকন্দকে ৩ মাস অব্যহতি, ২৫ হাজার টাকা জরিমানা


১২ অক্টোবর ২০২০ ১১:২৫ | আপডেট: ১২ অক্টোবর ২০২০ ১৪:৪৫

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য করায় আইনজীবী ইউনুস আলী আকন্দকে তিন মাস সুপ্রিম কোর্টের উভয় বিভাগে প্রাকটিস করতে নিষেধাজ্ঞা দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেশ। কোনো আইনজীবীকে দেওয়া এটি দেশের প্রথম সাজা।

এ আদেশের ফলে তিনমাস ইউনুস আলী আকন্দ ওকালতি করতে পারবেন না। এ ছাড়া তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের জেল দিয়েছে আপিল বিভাগ।

বিজ্ঞাপন

আইনজীবী ইউনুস আলী আকন্দ ফেসবুকে বিচার বিভাগ নিয়ে কটূক্তি করেন। সেটি আমলে নিয়ে আপিল বিভাগ এ আদেশ দেন।

তবে, সোমবার ইউনুস আলী আকন্দ আর কোনদিন এমন কাজ করবেননা বলে মুচলেকাও দেন। তবে আপিল বিভাগ তা নাকচ করে দেন।

আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘এটি আইনজীবীদের জন্য সতর্কবার্তা। কেউ যেন বিচারবিভাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি না করে এটি তার উদাহরণ হয়ে থাকবে।’

আইনজীবীকে সাজা আপিল বিভাগ বিরূপ মন্তব্য হাইকোর্ট

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর