হাতিরঝিল লেকে মরদেহ, রশি দিয়ে বাঁধা ছিল হাত-পা
১২ অক্টোবর ২০২০ ১১:০৬ | আপডেট: ১২ অক্টোবর ২০২০ ১৪:৩৪
ঢাকা: রাজধানীর হাতিরঝিল লেক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হবে আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। সোমবার (১২অক্টোবর) সকাল ৭টার দিকে উলন ও মহানগর চেকপোস্ট এর মাঝামাঝি হাতিরঝিলের লেকের পানি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ উদ্দিন মোল্লা জানান, সকালে সংবাদ পেয়ে হাতিরঝিলের লেক থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করি। এ সময় মৃতদেহটি মশারি, পলিথিন দিয়ে মোড়ানো ছিল। তার হাত ও পা রশি দিয়ে বাঁধা ছিল।
এসআই আরও জানায়, মৃতদেহ পচে গেছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মৃতদেহ গুম করার জন্য হাত, পা বেঁধে পলিথিন ও মশারি দিয়ে মুড়িয়ে লেকের পানিতে ফেলে দিয়ে গেছে খুনি।
কীভাবে তাকে হত্যা করা হয়েছে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মৃতদেহের পরিচয় জানতে চেষ্টা চলছে বলে এসআই জানান।