তেলেঙ্গানায় ট্রাম্পভক্ত কৃষকের মৃত্যু
১২ অক্টোবর ২০২০ ১০:৪৩ | আপডেট: ১২ অক্টোবর ২০২০ ১২:৩৮
ভারতের তেলেঙ্গানা রাজ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা থেকে আরোগ্য কামনা করে উপবাসরত কৃষক বুসসা কৃষ্ণ রাজু’র মৃত্যু হয়েছে। খবর এএনআই।
এ ব্যাপারে রাজুর কয়েকজন বন্ধু বার্তাসংস্থা এএনআই’কে জানিয়েছেন, ট্রাম্প করোনায় আক্রান্ত হয়েছেন – এই খবর পাওয়ার পর থেকেই বিমর্ষ হয়ে পড়েন রাজু। ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা শুরু করেন তিনি। না ঘুমিয়ে, না খেয়ে তিনি প্রার্থনা চালিয়ে যেতে থাকেন।
এমতাবস্থায়, রোববার (১১ অক্টোবর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তেলেঙ্গানার ওই ট্রাম্পভক্ত কৃষক।
এর আগে, গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছয় ফুট একটি মূর্তি তৈরি করেছিলেন রাজু। প্রায়শই তিনি ওই মূর্তিপূজা করতেন বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী এএনআই’কে জানিয়েছেন।
ট্রাম্পভক্ত কৃষক ডোনাল্ড ট্রাম্প তেলেঙ্গানা বুসসা কৃষ্ণ রাজু ভারত মৃত্যু