Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেগমগঞ্জে নির্যাতনের শিকার নারীর বিভিন্ন আলামত সংগ্রহ


১১ অক্টোবর ২০২০ ২১:০২

নোয়াখালী: জেলার বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে নির্যাতনের শিকার নারীর বসত ঘর থেকে ব্যবহৃত পোশাক, বালিশ, বিছানার চাদর এবং কয়েকটি কার্টুনসহ মামলার বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (১১ অক্টোবর) সকালে এসব আলামত সংগ্রহ করা হয়। এ সময় বাড়ির পাশে খালে এবং পুকুরে আরও আলামত উদ্ধারে জাল ফেলে ও ডুবুরি নামিয়ে খোঁজাখুজি করা হয়।

এদিকে, সন্ধ্যা ৬টায় বেগমগঞ্জ আমলী আদালত-৩ এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হকের আদালতে প্রধান আসামি বাদল ও ৫ নম্বর আসামি সাজু ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ নিয়ে ৭ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এছাড়া ৯ নম্বর আসামির রহমত উল্যার রিমান্ড শেষে আদালতে তোলা হলে, আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মামুনুর রশিদ পাটোয়ারি বলেন, ‘স্থানীয় লোকজনকে সাক্ষী করে আলামতগুলোর জব্দ তালিকা প্রস্তুত করে জেলা পিবিআই কার্যালয়ে নিয়ে আসা হয়।’

গত শুক্রবার পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নির্যাতিতার দায়ের করা দু’টি মামলা পিবিআইতে স্থানান্তর করা হয়।

আলামত সংগ্রহ বেগমগঞ্জ বেগমগঞ্জে নারী নির্যাতন ব্যবহৃত পোশাক