Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার মন্ত্রিসভায় উঠছে সংশোধিত নারী ও শিশু নির্যাতন আইনের খসড়া


১১ অক্টোবর ২০২০ ২০:৫৯

প্রতীকী ছবি

ঢাকা: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে ‘সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০‘-এর খসড়া সোমবার (১২ অক্টোবর) মন্ত্রিসভায় উঠবে। দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য জানা গেছে। এ সর্ম্পকে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান, সংশোধিত আইনের খসড়া মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আইনের কয়েকটি ধারায় ছোট ছোট পরিবর্তন আনা হচ্ছে। এছাড়া আইনের ৯(১) ধারায় পরিবর্তন আনা হচ্ছে। এই ধারায় ধর্ষণের শাস্তি যাবজ্জীবন ছিল। এখন তা বাড়িয়ে মৃত্যুদণ্ডের প্রস্তাব করা হবে। মন্ত্রিসভায় আইনটি সংশোধনের অনুমোদন পেলে তা আসন্ন অধিবেশনে পাসের পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

করোনাকালে ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রিসভার সদস্যরা অনলাইনে ভিডিও কনফারেন্সে বৈঠকে অংশ নিচ্ছেন। সোমবারও মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।

খসড়া টপ নিউজ মন্ত্রিসভা সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন