Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শীতে করোনা কিভাবে মোকাবিলা করা হবে তা কেউ জানে না’


১১ অক্টোবর ২০২০ ২০:০৫

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বিশেষজ্ঞের ধারণা আসন্ন শীত মৌসুমে করোনার প্রকোপ বেড়ে যেতে পারে। সেই ভয়াবহ পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা হবে তা কেউ জানে না। শীত মৌসুমে করোনা পরিস্থিতি ভয়াবহ হলে সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে বা কেমন প্রস্তুতি আছে তা দেশবাসী জানতে চায়। কারণ, শীতে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেই।

বিজ্ঞাপন

রোববার (১১ সেপ্টেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ফেনী জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘বর্তমানে করোনা পরিস্থিতি সম্বন্ধে বিভ্রান্তি বিরাজ করছে। দেশের মানুষ জানে না করোনার সংক্রমণ বাড়ছে নাকি কমছে। করোনা মোকাবিলায় হাততালি পাওয়ার মত কোনো সাফল্য নেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের। করোনা আক্রান্ত রোগীর জটিলতা বেড়ে গেলে যে চিকিৎসা প্রয়োজন তা সরকারি হাসপাতালতে নেই। দেশের প্রত্যান্ত অঞ্চল বা জেলা পর্যায়ে করোনার চিকিৎসা সেবা নেই বললেই চলে। দেশের কিছু বেসরকারি হাসপাতালে করোনার উন্নত চিকিৎসা আছে কিন্তু তা খুবই ব্যায়বহুল। সাধারণ মানুষের সামর্থ্য নেই বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার।’

প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, ‘করোনাকালে ক্ষুদ্র ব্যবসা এবং ব্যাটারিচালিত অটোরিক্সা চালিয়ে অনেকেই জীবন চালাচ্ছে। তাই আইনের দোহাই দিয়ে হতদরিদ্র মানুষের জীবিকায় আঘাত দেওয়া যাবে না। করোনাকালে মানুষকে বাঁচতে দিতে হবে।’

ফেনী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, সুনীল শুভরায়, রেজাউল ইসলাম ভূইয়া, জহিরুল ইসলাম জহির, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, ফেনী জেলা জাতীয় পার্টি নেতা ইকবাল আলমগীর, ভিপি জহির উদ্দিন মজুমদার, রেজাউল গনি পলাশ।

বিজ্ঞাপন

জাতীয় পার্টি টপ নিউজ ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর