Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণখানে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু


১১ অক্টোবর ২০২০ ১৮:৪০

ঢাকা: রাজধানীর দক্ষিণখান জয়নাল মার্কেটসংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩০) এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম-ঠিকানা এখনও জানতে পারেনি পুলিশ।

রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে দক্ষিণখান জয়নাল মার্কেট রেলগেটসংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বিমানবন্দর রেল স্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারী মারা যায়। এখনও তার পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল ছাপা সালোয়ার-কামিজ ও একটি কালো রঙের বোরকা।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এএসআই জানান, রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিল ওই নারী। আশেপাশের অনেকেই ওই সময় চিৎকার করে ডেকে ট্রেন আসার কথা বলছিল। কিন্তু সে শুনতে পায়নি। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ট্রেনের ধাক্কা দক্ষিণখান নারীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর