Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরী গণধর্ষণ: দুই জনের যাবজ্জীবন, পলাতক ২ আসামি খালাস


১১ অক্টোবর ২০২০ ১৬:২৪

ঢাকা: রাজধানীর আদাবরে এক কিশোরকে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া পলাতক দুই আসামি আকাশ ওরফে মোসলেম এবং আনোয়ার বয়াতীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।

রোববার (১১ অক্টোবর) বিকেলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলো- সজীব ঢালী এবং আবু হাসান ওরফে সাঈদ। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তাদের আরও ৬ মাস কারাভোগ করতে হবে। রায় ঘোষণাকালে সাজা প্রাপ্ত দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পরে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী মহসিন রেজা সারাবাংলাকে জানান, এ রায়ে তিনি সন্তুষ্ট না। কোনো সাক্ষী আসামিদের নাম বলেনি বা শনাক্ত করতে পারেননি। শুধুমাত্র স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে তাদের সাজা দেওয়া হয়েছে। এ রায়ে আমরা সংক্ষুদ্ধ, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো। আশা করছি উচ্চ আদালত আসামিদের খালাস দেবেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ২০ জানুয়ারি গার্মেন্টস কর্মী ওই কিশোরী রাত সাড়ে ৮টার দিকে অফিস শেষে বাসায় ফেরার পথে আদাবর থানার শ্যামলী হাউজিং প্রকল্পের পানির পাম্পের সামনে পৌঁছায়। এরপর আসামি সজিব, আবু হাসানসহ অজ্ঞাতনামা দুইজন ছেলে ভিকটিমের গতিরোধ করে টেনে হিঁচড়ে শান্তা ওয়েস্টার হাউজিং ও আজিম গার্মেন্টসের ফাঁকা মাঠে নিয়ে তাকে ধর্ষণ করে।

বিজ্ঞাপন

ওই ঘটনায় পরদিন ভিকটিমের মা আদাবর থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বিচারকাজ চলাকালে আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহণ করে।

গণধর্ষণ টপ নিউজ পলাতক যাবজ্জীবন

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর