‘বাসায় হামলার সঙ্গে দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নিন’
১১ অক্টোবর ২০২০ ১৬:১৯ | আপডেট: ১১ অক্টোবর ২০২০ ১৬:৩০
ঢাকা: বাসায় হামলার সঙ্গে দলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ জানিয়েছেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম।
রোবার (১১ অক্টোবর) দুপুরে উত্তরায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গিয়ে তাকে এ অনুরোধ জানান জাহাঙ্গীর। এ সময় তার সঙ্গে ছিলেন বৃহত্তর উত্তরার আট থানার বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে, শনিবার (১০ অক্টোবর) বিকেলে একদল দুষ্কৃতকারী উত্তরা চার নম্বর সেক্টরের, ১৭ নম্বর সড়কের ২৩ নম্বর বাসায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফ্ল্যাটে ইট-পাটকেল ও ডিম নিক্ষেপ করে। বিএনপির পক্ষ থেকে এ ঘটনার জন্য সরকারী লোকজনদের দায়ী করা হলেও মূলত, মনোনয়ন বঞ্চিত ধানের শীষের আগ্রহী প্রার্থীর কর্মী-সমর্থকেরা এটা করেছে বলে শোনা যাচ্ছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে এস এম জাহাঙ্গীর আলম বৃহত্তর উত্তরা থানা বিএনপির নেতৃবৃন্দ গতকাল ঘটে যাওয়া ঘটনা আগে থেকে বুঝতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন এবং এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে সর্তক থাকার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি দ্রুততার সাথে এই দুষ্কৃতকারীদের খুঁজে বের করার আশ্বাস দেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে এ সময় এস.এম.জাহাঙ্গীর বলেন, ‘এ ধরনের কোনো দুষ্কৃতকারী যদি দলের মধ্যে থেকে থাকে তবে তাদেরকে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করুন। এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে দলে শৃঙ্খলা ফিরিয়ে আনুন।’
এস.এম. জাহাঙ্গীরের সঙ্গে ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সাগর, সাধারণ সম্পাদক আলী আকবর আলী, উত্তরখান থানা বিএনপির সভাপতি আহসান হাবিব আহসান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারী, খিলক্ষেত থানা বিএনপির সভাপতি হাজী ফজলুল হক, সাধারণ সম্পাদক সোহরাব খান স্বপন, উত্তরা পূর্ব থানা বিএনপির সভাপতি আব্দুস সালাম সরকার, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক আফাজ উদ্দিন, বিমানবন্দর থানা বিএনপির সভাপতি জুলহাস পারভেজ মোল্যা, সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।