Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আইন তৈরি বা প্রয়োগ করে ধর্ষণ থেকে মুক্ত করা সহজ কাজ নয়’


১১ অক্টোবর ২০২০ ১৬:৩৩

ঢাকা: আইন তৈরি বা প্রয়োগ করে ধর্ষণ থেকে মুক্ত করা সহজ কাজ নয়, বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।

রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকা (চবিসাফ) আয়োজিত রাজধানীতে চট্টগ্রাম বিভাগের ছয় আলোকিত সাংবাদিকের শ্রদ্ধা ও স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেন, ‘আজকে আমরা অত্যন্ত উগ্বিগ্ন। যেভাবে আমাদের দেশে নানা পর্যায়ে ধর্ষণের মতো ঘটনাগুলো ঘটছে। আমি মনে করি, এটি শুধু আইন গঠন করে বা প্রয়োগ করে এটি থেকে মুক্ত করা সহজ কাজ নয়। এটির জন্য আমাদের মানুষের মনোজগতের পরিবর্তন প্রয়োজন। এটির পেছনে বহুবিধ কারণ আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সময় অনেক ধরনের কনটেন্ট থাকে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম তথা যেগুলো বিনোদন প্লাটফর্ম আছে সেখানে অনেক কিছু থাকে। ইন্টারনেটের মাধ্যমে আমাদের কিশোর বা তরুণরা নানাভাবে পর্নসাইট থেকে নানা জায়গায় প্রবেশ করতে পারে। ইতোমধ্যে সরকার অনেকগুলো পর্নসাইট বন্ধ করেছে। আর এগুলো দেখে আমাদের ছেলে মেয়েরা প্রভাবিত হয়। আজকে যে ঘটনাগুলো ঘটছে এটি একটি বড় কারণ।’

তিনি আরও বলেন, ‘ইদানীংকালে অনেক অপরাধীকে যখন পুলিশ গ্রেফতার করছে তখন তারা স্বীকার করেছে। কি বলেছে তারা টেলিভিশনে সিরিয়াল দেখে এই ঘটনা ঘটানোর কৌশল রপ্ত করেছে। ইউটিউবসহ অন্যান্য প্লাটফর্মে এগুলো দেখে তারা উত্‌সাহিত হয়েছে। এগুলো চেয়ে খারাপ দিক তথা এগুলো বেশি করে তুলে ধরা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরনের কনটেন্ট বিষয়ে আমরা একটি কমিটি গঠন করেছি। সেই কমিটি খুব সহসা রিপোর্ট দেবে। এই প্লাটফর্ম কিন্তু বেশিরভাগই বিদেশি। তারা আমাদের দেশে ব্যবসা সফল হওয়ার জন্য এমন এমন কনটেন্ট আপলোড করে যেগুলো আমাদের কিশোর তরুণদেরকে ধাবিত করছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘কে কখন আমরা চলে যায় এটা বলা মুশকিল। এই ছয় জন সাংবাদিক আমাদের সাংবাদিকতা পেশাকে সম্মানীত করেছেন। সাংবাদিক জগতে তারা প্রত্যেকে অবদান রেখেছেন। সাংবাদিকতা একটি মহান পেশা। সব পেশা দিয়ে দেশ, সমাজ রাষ্ট্রের উপকার করা যায় না। সাংবাদিকতা এবং গণমাধ্যম সেটি অব্যক্তদের পক্ষ কথা বলতে পারে। ভাষাহীনকে ভাষা দিতে পারে। ক্ষমতাহীনকে ক্ষমতাবান করতে পারে। আর সেই মহান পেশায় এই ছয় জন নিয়োজিত ছিলেন ‘

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুঁইয়াসহ বিভিন্ন সাংবাদিক নেতাকর্মীরা।

আইন তথ্যমন্ত্রী ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর