Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যা


১১ অক্টোবর ২০২০ ১৪:৩২ | আপডেট: ১১ অক্টোবর ২০২০ ১৪:৩৩

বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মনীষা হিরা নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তিনি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

শনিবার (১০ অক্টোবর) রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পাবিবারিক সূত্রে জানা যায়। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার চাদমারি রোডে।

আত্মহত্যার বিষয়ে তার সহপাঠি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান  বলেন, ‘যতটুকু জেনেছি তার সঙ্গে একজনের প্রেমের সম্পর্ক ছিল।  কিছুদিন আগে সেই ছেলেটি আত্মহত্যা করে। এটি মেনে নিতে না পেরেই মনীষা আত্মহত্যা করেছে বলে শুনেছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, ‘আমি শিক্ষকদের কাছ থেকে ঘটনাটি শুনেছি। এর বেশি কিছু জানি না।’

বশেমুরবিপ্রবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর