Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বসলো ৩২ তম স্প্যান, দৃশ্যমান প্রায় ৫ কিলোমিটার পদ্মাসেতু


১১ অক্টোবর ২০২০ ১০:০৭

পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে: দুইদিনের চেষ্টায় পদ্মা সেতুর ৩২ তম স্প্যান বসানো হয়েছে। দীর্ঘ চার মাস পর পদ্মা সেতুতে এই স্প্যান বসল। ৩২ তম এই স্প্যান স্থাপনের পর দৈর্ঘ্যের দিক থেকে বঙ্গবন্ধু সেতুর সমান দূরত্বে পৌঁছে গেল পদ্মাসেতু। এটির আকার ৪৮০০ মিটার অর্থাৎ প্রায় ৫ কিলোমিটার।

রোববার (১১ অক্টোবর) সকালে স্প্যান বসানো কার্যক্রম সম্পন্ন হয়। এটি মাওয়া প্রান্তে ৪ এবং ৫ নম্বর খুঁটিতে বসানো হয়েছে।

বিজ্ঞাপন

পদ্মাসেতু সূত্র জানায়, এর মাধ্যমে বঙ্গবন্ধু সেতুর সমান দূরত্ব হবে পদ্মাসেতু। তবে যমুনা নদীর সেতু এই দূরত্বে যেতে ৩৮টি স্প্যান লেগেছিল।

৩২তম স্প্যান বসানোর পর পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে ৪৮০০ মিটার যা প্রায় ৫ কিলোমিটারের কাছাকাছি। পদ্মাসেতুকে মোট ৪১টি স্প্যান বসাতে হবে । এরমধ্যে বাকি ছিল ১০টি। এখন বাকি রয়েছে ৯টি স্প্যান। এগুলো বসানোর পর শরীয়তপুর এবং মুন্সিগঞ্জের মধ্যে সেতুর সংযোগ ঘটবে। দৃশ্যমান হবে পুরো ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মা সেতু।

সেতু সচিব বেলায়েত হোসেন সারাবাংলাকে জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই ১০টি স্প্যান বসিয়ে দেওয়া হবে। তাদের লক্ষ্য আগামী বছর সেতুর নির্মাণ কাজ শেষ করা।

চলতি অক্টোবর মাসে সেতুর আরও ৪টি স্প্যান বসবে। এরপর নভেম্বরে বসানো হবে সর্বোচ্চ ৫টি স্প্যান ও ডিসেম্বরের শেষ দুটি এমনটা জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা।

এদিকে পদ্মা সেতুর উপর সড়ক পথ নির্মাণ কাজ প্রায় ২ কিলোমিটার এগিয়েছে।

এদিকে দুই পাড়ে পদ্মা রেল সংযোগ প্রকল্পের সঙ্গে সেতুর নকশা নিয়ে যে ত্রুটি দেখা হয়েছে তা এখনো সমাধান হয়নি। ত্রুটি সমাধানে প্রকৌশলীরা কাজ শুরু করেছেন।

বিজ্ঞাপন

সরকারের নিজস্ব ৩৩ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ চলছে স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের। এর মধ্যেই সেতুর ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানানো হয়েছে। আগামী বছর ডিসেম্বরে সেতু চালু করার কথা রয়েছে।

টপ নিউজ পদ্মানদী পদ্মাসেতু স্প্যান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর