‘জ্ঞানভিত্তিক উন্নত বাংলাদেশের নেতৃত্ব দেবে ছাত্রলীগ’
১১ অক্টোবর ২০২০ ০১:০৫ | আপডেট: ১১ অক্টোবর ২০২০ ১২:২৯
ঢাকা: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সাল নাগাদ যে জ্ঞানভিত্তিক উন্নত বাংলাদেশের ভিশন দিয়েছেন, সেই বাংলাদেশে মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার ডলার। সেই উন্নত বাংলাদেশের নেতৃত্ব কিন্তু আজকের ছাত্রলীগের কর্মীরা দেবে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ‘লিডারশিপ ওরিয়েন্টশন’ শীর্ষক কার্যক্রমে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য মাকসুদ কামাল উপস্থিত ছিলেন। ওরিযেন্টশন কার্যক্রম পরিচালনা করেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য যিনি দিনরাত পরিশ্রম করছেন, যার মেধা-শ্রম-দূরদর্শিতার কারণে দেশের তরুণরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার মানুষে পরিণত হচ্ছেন- তিনি হলেন আমাদের সজীব ওয়াজেদ জয়। আজ থেকে ১১ বছর আগে মাত্র ৫৬ লাখ ইন্টারনেট ব্যবহারকারী ছিল। কিন্তু মাত্র এই ১১ বছরে তথা গত এক দশকে বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে মাত্র তিনগুণ। সেখানে বাংলাদেশে বেড়েছে শতগুণ। কারণ ৫৬ লাখ ইন্টারনেট ব্যবহারকারী আজকে ১০ কোটি ৩৬ লাখে উন্নীত হয়েছে।’
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এই তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য লার্নিং অ্যান্ড ডেভলপমেন্ট প্রজেক্টের আওতায় প্রশিক্ষণ দিয়েছি। এমনকি করোনাকালীন সময় যখন আমাদের ক্লাসরুমগুলো বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ, প্রশিক্ষণ কার্যক্রম যখন আমরা ফিজিক্যালি দিতে পারছি না, তখন আমরা ডিজিটাল মাধ্যমে ৫০হাজার তরুণ-তরুণীকে আমরা লার্নি অ্যান্ড আর্নিং ট্রেনিংয়ের আওতায় এনে তাদেরকে আইটি ফিল্যান্সার হিসাবে দক্ষ করে গড়ে তুলছি। বিশ্বে বাংলাদেশ শুধুমাত্র পোশাক রফতানিকারক হিসাবে দ্বিতীয় দেশ নয়; আমরা কিন্তু আরেকটি জায়গায় দ্বিতীয় জায়গায় আছি। সেটি হচ্ছে বিশ্বে অনলাইন মার্কেট প্লেসে যত তরুণ-তরুণী কাজ করে, সেই আইটি ফিল্যান্সারের দিক থেকে আমাদের বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে উন্নীত হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের প্রায় সাড়ে ছয় লাখ তরুণ-তরুণী অনলাইনে কাজ করেছে।’
পলক বলেন, ‘এক সময় সারাবিশ্ব বাংলাদেশকে জানত একটি শ্রমজীবী অর্থনীতির দেশ হিসেবে। আমাদের ৪০ লাখ গ্রামীণ শ্রমিক যারা তাদের শ্রম দিয়ে ৩২ বিলিয়ন ডলার আয় করেন। আমাদের এক কোটি প্রবাসী শ্রমিক ২০ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠায়। কিন্তু বিশ্ব আজ বাংলাদেশকে চেনে জ্ঞানভিত্তিক কর্মীর দেশ হিসেবে। যেখানে সাড়ে ছয় লাখ তরুণ-তরুণী অনলাইন মার্কেট প্লেসে ইন্টারনেটভিত্তিক আয় শুরু করেছে। তাই আমরা এমনভাবে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে চাই, যারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে নেতৃত্ব দিতে পারে।’
তিনি বলেন, ‘একটা জিনিস মনে রাখতে হবে- বাংলাদেশ ছাত্রলীগ ১৯৪৮ সালে ৪ জানুয়ারি জন্মলগ্ন থেকে শুরু করে সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, ঐতিহাসিক প্রয়োজনে নিজেদের তৈরি করেছে।’ এ সময় তিনি করোনাকালীন ছাত্রলীগের অগ্রণী ভূমিকা ও কার্যক্রমের কথা তুলে ধরে প্রশংসা করেন।
নিজের রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে পলক বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, যেখানে মেধা থাকলে, শ্রম থাকলে, সততা থাকলে- যেখানেই থাকুন না কেন জননেত্রী শেখ হাসিনা আপনাকে আপনার যোগ্যতা অনুসারে কাজ করার সুযোগ করে দেবেন। বাংলাদেশে আর দ্বিতীয় কোনো রাজনৈতিক দলে এরকমটা খুঁজে পাওয়া যাবে না।’
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা দুঃসময়ে জয়-লেখককে ছাত্রলীগের নেতৃত্ব তুলে দিয়েছেন। তাদের জন্য কঠিন পরীক্ষা ছিল করোনার সময়। জয় এবং লেখক তাদের সুযোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশের লাখ লাখ নেতাকর্মীকে নিয়ে প্রমাণ করেছে তারা শুধু একজন নেতা নয়, লাখ লাখ নেতা তৈরির মতো সুযোগ্য নেতৃত্ব দিতে পারেন।’
বাংলাদেশ ছাত্রলীগ নিজেদের ডিজিটাল সংগঠন হিসাবে তৈরি করতে পেরেছে। পাশাপাশি মানবিক ও সামাজিক সচেতনতামূলক দায়িত্ব পালন করছে বলেও মন্তব্য করেন পলক।
জুনাইদ আহমেদ পলক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী বাংলাদেশ ছাত্রলীগ