Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে’


১০ অক্টোবর ২০২০ ২৩:০৪ | আপডেট: ১০ অক্টোবর ২০২০ ২৩:০৮

নারায়ণগঞ্জ: বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বী‌রপ্রতীক)। শ‌নিবার (১০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

কায়েতপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগ ও কাঞ্চন পৌরসভা ছাত্রলীগের ক‌মি‌টি গঠনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতি‌থির বক্তব্যে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রীর দীর্ঘায়ু কামনা‌ করে মিলাদ মা‌হফিল

এসময় রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপ‌তি কামরুল হাসান তু‌হিন, সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি মোহাম্মদ জাহেদ আলী, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপ‌তি আশিক ইকবাল, সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেলসহ অনেকে উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর আদর্শ বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর