ভিপি নুরের বিরুদ্ধে মামলার বাদী ঢাবি ছাত্রী অসুস্থ হয়ে ঢামেকে
১০ অক্টোবর ২০২০ ২২:৩৩ | আপডেট: ১০ অক্টোবর ২০২০ ২২:৪৪
ঢাকা: ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ মামলার বাদী ঢাবি শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে তাকে ঢামেকে নেওয়া হয়। বর্তমানে সে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে।
তার সহপাঠীরা জানান, ঢাবির রাজু ভাস্কর্যের সামনে ধর্ষণের বিচার ও গ্রেফতারের দাবিতে অবস্থান কর্মসূচিতে ছিলেন তারা। সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে তাকে ধানমন্ডি পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পপুলারে তার ব্লাড টেস্ট ও ইসিজিসহ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, রাত সাড়ে নয়টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) অবজারভেশনে রাখা হয়েছে। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।
অসুস্থ টপ নিউজ ঢাবি শিক্ষার্থী ঢামেক ধর্ষণ বাদী ভিপি নুরু মামলা হাসপাতাল