Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বস্ত্র ও পাটমন্ত্রীর দীর্ঘায়ু কামনা‌ করে মিলাদ মা‌হফিল


১০ অক্টোবর ২০২০ ২২:১১

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ও তার প‌রিবা‌রের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা‌ করে নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জে মিলাদ মা‌হফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শ‌নিবার (১০ অক্টোবর) দুপু‌রে উপ‌জেলার তারাবো এলাকায় তারাবো পৌরসভা আওয়ামী ল‌গের কার্যালয়ে এ মিলাদ মা‌হফিল অনু‌ষ্ঠিত হয়।

সাপ্তা‌হিক রূপকণ্ঠ প‌ত্রিকার সম্পাদক নজরুল ইসলাম চৌধুরীর সভাপ‌তিত্বে মিলাদ মাহ‌ফিল অনুষ্ঠানে আরও উপ‌স্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান শাহ‌রিয়ার পান্না সোহেল, তারা‌বো পৌরসভা আওয়ামী লীগের সভাপ‌তি মোফাজ্জল হোসেন ভুঁইয়া, উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, উপ‌জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপ‌তি মাহাবুবুর রহমান মেহের, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ভুঁইয়া, নুরুল ইসলাম নুরু, হারুন অর র‌শিদ, নুরে আলম ভুঁইয়া, সবুর ভুঁইয়া, শামীম ভুঁইয়াসহ অনেকে।

অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকসহ তার প‌রিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা‌ করে বিশেষ মোনাজাত করা হয়।

গাজী গোলাম দস্তগীর বীর উত্তম বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর