Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়র পদের উপনির্বাচনে কালাইয়ে আ.লীগ প্রার্থীর জয়


১০ অক্টোবর ২০২০ ১৯:১৩

জয়পুরহাট: জেলার কালাই পৌরসভার উপনির্বাচনে ৭ হাজার ৫৬১ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী আনিছুর রহমান তালুকদার অনিয়মের নানা অভিযোগে নির্বাচন বর্জন করলেও তিনি ভোট পেয়েছেন ৬০৬।

নির্বাচনে ভোটার উপস্থিতির হার ৬১.১১ শতাংশ।

জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ৯টি কেন্দ্রে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহন শুরু হয়। যা বিরতিহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত।

গত ৫ ফেব্রুয়ারি কালাই পৌর সভার মেয়র হালিমুল আলম জন মারা গেলে মেয়রের শূন্য পদ পূরণে এই উপনির্বাচনের আয়োজন। নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- তৌফিকুল ইসলাম তালুকদার (নৌকা), আনিছুর রহমান তালুকদার (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ (নারিকেল গাছ)।

পৌরসভায় মোট ১৩ হাজার ৫২১ জন ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা ৭ হাজার ৭২ জন এবং পুরুষ ভোটার ৬ হাজার ৪৪৯ জন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন ছিল।

আওয়ামী লীগ প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বি মেয়র নির্বাচিত

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর