রিজেন্টকাণ্ডে আলোচিত সাহেদ করিম চট্টগ্রাম কারাগারে
১০ অক্টোবর ২০২০ ১৮:০৬ | আপডেট: ১০ অক্টোবর ২০২০ ২০:৩৯
চট্টগ্রাম ব্যুরো: রিজেন্টকাণ্ডে দেশজুড়ে আলোচিত মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সাহেদকে সেখানে নেওয়া হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম।
সাহেদ করিম ঢাকার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে চিকিৎসার নামে প্রতারণা করে আলোচনায় আসার পর গ্রেফতার হয়।
ঢাকায় রুট পারমিট পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান মেগা মার্ট থেকে ৯১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ১৩ জুলাই চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা হয়।
ওই মামলায় রোববার আদালতে হাজিরের জন্য সাহেদ করিমকে চট্টগ্রামে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার রফিকুল।