Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়িতে যুবক খুন


১০ অক্টোবর ২০২০ ১৮:৩১ | আপডেট: ১০ অক্টোবর ২০২০ ১৮:৩৪

বগুড়া: জেলার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নে শিপন (৩৫) নামে এক যুবক নিজ বাড়িতে খুন হয়েছে। শুক্রবার রাতে দু’ব্যক্তি ঘরের ভিতরে প্রবেশ করে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। ডাকাতি বা অন্য কোন উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সে বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি।

শনিবার (১০ অক্টোবর) বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, শিপন অনেকটা ভবঘুরে ধরনের। সে বিধবা ফুপু আম্বিয়া বেগমের (৪৫) সঙ্গে স্থানীয় আতাইল গ্রামে থাকতো। সে একই এলাকার দিলবর হোসেনের ছেলে। দিলবর ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন।

বিজ্ঞাপন

শুক্রবার রাত ৯টার দিকে শিপন ও তার ফুপু ঘরে টিভি দেখছিলো। এসময় ২ ব্যক্তি মুখ বেঁধে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে তারা দু’জনেরই হাত পা ও মুখ বাঁধে। একপর্যায়ে শ্বাসরোধ করে শিপনকে হত্যা করা হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আম্বিয়া বেগম উদ্ধার হয়। হত্যাকারীরা একটি মোবাইল ফোন নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ আরও জানিয়েছে, নিহত যুবকের ফুপুর বর্ণনায় ওই ২ জনের পরিচয় জানা গেছে। হত্যাকারী দু’জন তাদের আত্মীয়। তবে হত্যাকাণ্ডের মোটিভ জানা যায়নি।

ডাকাতি নিজ বাড়িতে খুন শ্বাসরোধে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর