Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপহরণের অভিযোগে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার


১০ অক্টোবর ২০২০ ১৭:২৯

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লার চাঁনমারি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে অপহরণের অভিযোগে কিশোর গ্যাংয়ের ১১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় মুক্তিপণের টাকাসহ অপহৃতকেও উদ্ধার করা হয়।

শ‌নিবার (১০ অক্টোবর) দুপুরে র‌্যাব-১১ এর আদমজী সদর দফতর কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন এএসপি সামিনুর রহমান। গ্রেফতারকৃতরা হলো- রাসেল মিয়া, জালাল, আমিনুল ইসলাম, আনোয়ার, জনি, জাকির হোসেন, জুয়েল রানা, আবু নাঈম, ফেরদৌস ইসলাম, আব্দুল্লাহ ও সাইফুল ইসলাম। গ্রেফতারকৃতরা বিভিন্ন জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

এএসপি সামিনুর রহমান, কিশোর গ্যাংয়টি দীর্ঘদিন এলাকায় অপহরণ, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। গতকাল রাতে র‌্যাব-১১ এর কার্যালয়ে অপহৃতের মায়ের অভিযোগের ভিত্তিতে র‌্যাব একটি দল অভিযান চালিয়ে চাঁনমারির একটি পরিত্যক্ত বাড়ি থেকে অপহৃত ও মুক্তিপণের টাকাসহ কিশোর গ্যাংয়ের ১১ জন অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ফতুল্লা থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে।

অপহরণের অভিযোগ অপহৃত উদ্ধার কিশোর গ্যাং মুক্তিপণের টাকা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর