Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা ফখরুল লাগামহীন বক্তব্য দিচ্ছেন: তথ্যমন্ত্রী


১০ অক্টোবর ২০২০ ১৫:৪৭

চট্টগ্রাম ব্যুরো: এই সরকারকে আর সময় দেওয়া যাবে না- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাব দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘ক্ষমতায় থাকার সময় কি করেছিলেন সেটা ভুলে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লাগামহীন বক্তব্য দিচ্ছেন।’

শনিবার (১০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে বাংলাদেশ বেতারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা দলগতভাবে নানা অপকর্ম করেছে। নৌকায় ভোট দেওয়ার অপরাধে আট বছরের শিশু থেকে অন্তঃসত্ত্বা নারী এমনকি ষাট বছরের বয়স্ক নারী পর্যন্ত কেউ রক্ষা পায়নি বিএনপির লেলিয়ে দেওয়া বাহিনীর হাত থেকে। যারা নারী নির্যাতন-ধর্ষণগুলো দলগতভাবে অতীতে করেছে, এ নিয়ে যখন তারা কথা বলে, তখন হাস্যকর হয়ে যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য হাস্যকর।’

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা যখন কথা বলেন, তখন ভুলে যান তারা যখন ক্ষমতায় ছিলেন তখন কি করেছেন। এজন্য এমন লাগামহীন কথা তিনি বলতে পারেন। শেখ হাসিনার সরকার এ ধরনের ঘটনা অতীতে যেগুলো ঘটেছে, সেগুলোর বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে। এখনো যেগুলো ঘটছে সেগুলোরও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য সরকার বদ্ধপরিকর‘- বলেন মন্ত্রী।

ফখরুলের বক্তব্যের জবাবে হাছান মাহমুদ আরও বলেন, ‘উনারা অবশ্য আমাদেকে সময় দিচ্ছেন না বহু আগে থেকে। ২০০৯ সালে আমরা সরকার গঠনের তিনমাস পর থেকেই উনারা আমাদের সময় দিচ্ছেন না। কিন্তু বাস্তবতা হচ্ছে, জনগণ আমাদের সময় দিয়েছে। ১২ বছর ধরে শেখ হাসিনা একটানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সময় দিলেন কি দিলেন না, সেটি বড় ব্যাপার নয়।’

বিজ্ঞাপন

দেশজুড়ে ধর্ষণের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই ঘটনাগুলো যে আগে ঘটেনি এমন নয়। কিন্তু আগে সামাজিক যোগাযোগমাধ্যমের এত ব্যাপকতা ছিল না। নোয়াখালীর ঘটনা কোনো টেলিভিশন কিংবা কোন পত্রিকায় এমনকি কোন অনলাইনেও প্রথম প্রকাশ হয়নি। এটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। এরপর অন্যান্য মূলধারার গণমাধ্যম সেটি নিয়ে সংবাদ পরিবেশন করে। সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে এখন কোনো ঘটনাই চাপা থাকে না।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘রেডিওকে অ্যাপসের মাধ্যমে স্মার্টফোনের মধ্যে আনার উদ্যোগ নিয়েছি। এখন অ্যাপসের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ বেতার মোবাইলেও শোনা যায়।’

বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, চট্টগ্রাম বেতারের পরিচালক এসএম আবুল হোসেন।

করোনা ফখরুল বিএনপি হাসান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর