Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একশত নদীর পাড়ে বৃক্ষরোপণ করছে নোঙর


১০ অক্টোবর ২০২০ ১৫:১৫

ঢাকা: পরিবেশ রক্ষায় একশত নদীর পাড়ে বৃক্ষরোপনের উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন নোঙর। যার অংশ হিসেবে শুক্রবার (৯ অক্টোবর) তুরাগ নদের পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে সংগঠনটি। এর আগে সিলেট, ব্রাক্ষণবাড়িয়া, আশুগঞ্জ, বুড়িগঙ্গাসহ একাধিক স্থানের নদীর পাড়ে বৃক্ষরোপন করেছে নোঙর।

নোঙর থেকে এক বার্তায় জানানো হয়, শুক্রবার কামার পাড়া স্লুইচ গেইট এলাকায় তুরাগ নদের পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ অভিযানে এবার বকুল, কদম, কাঠবাদাম ও কৃষ্ণচুড়া গাছ রোপণ করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে এই অভিযান বছরব্যাপী অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

তুরাগ নদীর পরিবেশ সুরক্ষায় স্থানীয় সকল পরিবেশকর্মীর অংশগ্রহণ করার আহবান জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শামস। এ সময় তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য নদীমাতৃক দেশের সকল নদ-নদীর সুরক্ষা নিশ্চিত করা। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নোঙরের এ অভিযান দেশব্যাপী ছড়িয়ে দেবার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে নতুন প্রজন্মকে আমরা নদীর কাছে নিয়ে এসেছি।

তিনি আরো বলেন, পরিবেশ প্রকৃতির ভারসাম্য টিকিয়ে রাখতে হলে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। তাই প্রত্যেক বাবা-মায়ের প্রতি আমাদের আহবান জানাচ্ছি যে, আপনার সন্তানের কথা ভেবে বেশি বেশি বৃক্ষরোপণ করে দেশের অক্সিজেন ব্যাংক আরো পরিপূর্ণ করুন।

এবারের অভিযানে অংশগ্রহণ করেন পরিবেশবিদ ও গণমাধ্যমকর্মী জনাব আশরাফ হোসেন ঢালি, নোঙর কেন্দ্রীয় কমিটির সদস্য দর্পণ জামিল, আনোয়ার হোসেন মাসুদসহ অনেকে।

বিজ্ঞাপন

নোঙর বৃক্ষরোপণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর