Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটের কালাই পৌরসভার উপনির্বাচনের ভোট গ্রহণ


১০ অক্টোবর ২০২০ ১১:৩১

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ৯টি কেন্দ্রের সবকটিতেই ভোট গ্রহণ শুরু হয়েছে। এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। গত ৫ ফেব্রুয়ারিতে কালাই পৌরসভার মেয়র হালিমুল আলম মারা গেলে মেয়র পদটি শূন্য হয়ে যায়। আর এই শূন্য পদে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এ পৌরসভার উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল ও ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির আনিছুর রহমান তালুকদার মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন। এ পৌরসভায় ১৩ হাজার ৫২১ জন ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা ৭ হাজার ৭২ জন।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে র‌্যাব, পুলিশ ও ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে রির্টানিং অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম। নির্বাচনে এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উপনির্বাচন জয়পুরহাট পৌরসভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর