Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপজেলা ভূমি সহকারী কর্মকর্তার হস্তক্ষেপে দুই বাল্যবিবাহ রোধ


১০ অক্টোবর ২০২০ ১০:১৯

নেত্রকোনা: নেত্রকোনার আটপাড়া উপজেলায় একদিনে দুটি বাল্যবিবাহ ঠেকালেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া। শুক্রবার (৯ অক্টোবর) বাল্যবিবাহ দেয়ার অভিযোগে দুই পরিবারের মেয়ের বাবার কাছ থেকে মুচলেকাসহ জরিমানা আদায় করা হয়।

অফিস সূত্রে জানা যায়, উপজেলার তেলিগাতী ইউনিয়নের টেংগা গ্রামের বজলু মিয়া ও  দেওগাঁও গ্রামের আবু সাঈদ মেয়েকে বাল্যবিবাহ দিতে চান। এ ঘটনা জানার পর উপজেলা সহকারী কমিশনার সুলতানা রাজিয়া সেখানে উপস্থিত হন। দুই কিশোরীর বিয়ের উপযুক্ত বয়স না হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইনে বজলু মিয়ার কাছ থেকে ৩ হাজার টাকা এবং আবু সাঈদের কাছ থেকে ১৫ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ১৮ বছর না হলে মেয়ের বিয়ে দেয়া যাবে না এই মর্মে দুজনের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া থানার এএসআই মুমিনুল ইসলাম এবং পুলিশ সদস্য মো. সেলিমসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা।

নেত্রকোনা বাল্যবিবাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর