বিবস্ত্র করে নির্যাতন: আরও ২ জনের দোষ স্বীকার, মামলা পিবিআইয়ে
১০ অক্টোবর ২০২০ ০১:০৬ | আপডেট: ১০ অক্টোবর ২০২০ ১১:০৬
নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় মূল হোতা দেলোয়ারের সহযোগী সোহাগ ও নূর হোসেন রাসেল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে, পুলিশ সদর দফতরের নির্দেশে নির্যাতনের এই মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে। মামলাটি এখন থেকে তারা তদন্ত করবে।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর গুলজার আহমেদ জুয়েল জানান, ছয় দিনের রিমান্ড শেষে শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সোহাগ ও নূর হোসেন রাসেলকে জেলার ২ নম্বর আমলি আদালতে তোলা হয়। পরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম মোসলেহ উদ্দিন মিজান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তে এই দুই আসামি নাম উঠে আসায় তাদেরকে গ্রেফতার করেছিল পুলিশ।
এর আগে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) আসামি আবদুর রহিম ও স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
নিজ ঘরে বিবস্ত্র করে নিপীড়ন ও ভিডিওধারণের ওই ঘটনাটি ঘটে সেপ্টেম্বর মাসে। গত ৪ অক্টোবর ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশের টনক নড়ে। ওই দিনই দু’জনকে আটক করা হয়। নির্যাতনের শিকার ওই নারীও পরদিন বেগমগঞ্জ মডেল থানায় দু’টি মামলা দায়ের করেন। দুই মামলার এজাহারে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করা হয়। দুই মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে এজাহারভুক্ত ছয় জন ও ঘটনায় জড়িত বলে তদন্তে উঠে আসায় আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয়।
মামলা দায়েরের পর থেকেই মামলাটি তদন্ত করছিল পুলিশ। তবে শুক্রবার মামলাটি পিবিআইকে হস্তান্তর করা হয়েছে। জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন বলেন, পুলিশ সদর দফতরের নির্দেশনা অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ভুক্তভোগীর দায়ের করা দু’টি মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইতে (শুক্রবার) সন্ধ্যা ৬টায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষ পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, পুলিশ সদর দফতরের নির্দেশে সন্ধ্যা ৬টায় মামলা দুইটি তদন্তের জন্য গ্রহণ করেছি। এরই মধ্যে পিবিআই কাজ শুরু করে দিয়েছে। একটি দল শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে, এ ঘটনার পর মানবাধিকার কমিশনের তদন্ত দলকে ওই নারী জানান, এর আগে দেলোয়ার তাকে দুইবার ধর্ষণও করেছে। পরে মানবাধিকার কমিশনের সহায়তায় মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে দেলোয়ারকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন ওই নারী। ওই মামলায় কালামের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনা হয়।
আরও পড়ুন-
- গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: দেলোয়ার ও বাদল গ্রেফতার
- বেগমগঞ্জের সেই দেলোয়ার অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ডে
- বেগমগঞ্জে নারী নির্যাতন: মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি
- গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনে জড়িত ৯ জন চিহ্নিত, গ্রেফতার ৪
- বেগমগঞ্জের ঘটনার মূল হোতা দেলোয়ারের ২ সহযোগী গ্রেফতার
- বেগমগঞ্জে নারী নির্যাতন: মেম্বার, মামলার ৫নং আসামি গ্রেফতার
- বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: আসামি কালাম গ্রেফতার
- নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে বখাটেদের মারধর, গ্রেফতার এক
- বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতন: গ্রেফতার ২ আসামি ছয় দিনের রিমান্ডে
- শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় বেগমগঞ্জের গৃহবধূকে শ্লীলতাহানি: র্যাব
- বেগমগঞ্জের ওই নারীর ভিডিও অপসারণ, নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের
জবানবন্দি নারীকে বিবস্ত্র করে নির্যাতন পিবিআই বিবস্ত্র করে নিপীড়ন বেগমগঞ্জ মামলা হস্তান্তর স্বীকারোক্তি