Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ‘কিশোর গ্যাং লিডার’ অন্তু গ্রেফতার


৯ অক্টোবর ২০২০ ২২:৪০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত অন্তু বড়ুয়াকে গ্রেফতার করেছে চকবাজার থানা ‍পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাতে নগরীর কাপাসগোলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার মোহাম্মদ রাইসুল ইসলাম।

অন্তু বড়ুয়া (২৮) নগরীর চকবাজার পোস্টঅফিস গলির বিপরীতে বড়ুয়াপাড়ার বাসিন্দা দীপক বড়ুয়ার ছেলে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন সারাবাংলাকে বলেন, ‘চকবাজারসহ আশপাশের এলাকায় অন্তু বড়ুয়া কমপক্ষে ৫-৬টি কিশোর অপরাধী গ্রুপের নেতৃত্ব দেয়। এসব অপরাধীরা মারামারি, ছিনতাই, স্কুল-কলেজের ছাত্রীদের উত্যক্ত করা, অলিগলিতে শোডাউনসহ আরও নানা অপরাধে জড়িত। তার বিরুদ্ধে চকবাজার ও পাঁচলাইশ থানায় ছয়টি মামলা আছে। এর মধ্যে চকবাজার থানার দুইটি মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামি।’

চকবাজার এলাকায় অন্তু বড়ুয়া কথিত যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুর অনুসারী হিসেবে পরিচিত। ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর রাতে নগরীর পাঁচলাইশ থানার কাপাসগোলা এলাকায় নিজ বাসার সামনে থেকে টিনুকে গ্রেফতার করে র‌্যাব। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। টিনু বর্তমানে কারাগারে আছেন। গ্রেফতারের পর র‌্যাব টিনুকে চকবাজার এলাকার ‘কিশোর গ্যাংয়ের গডফাদার’ হিসেবে উল্লেখ করেছিল।

অন্তু বড়ুয়া কিশোর গ্যাং লিডার চকবাজার থানা ‍

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর