Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ মাস পর স্প্যান বসছে, বঙ্গবন্ধু সেতুর সমান হবে পদ্মাসেতু


৯ অক্টোবর ২০২০ ২১:০১

ঢাকা: দীর্ঘ চার মাস পর পদ্মা সেতুতে স্প্যান বসতে যাচ্ছে আগামীকাল শনিবার। ৩২তম এই স্প্যান স্থাপনের পর দৈর্ঘ্যের দিক থেকে বঙ্গবন্ধু সেতুর সমান দূরত্বে পৌঁছে যাবে পদ্মাসেতু।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায়, এরই মধ্যে স্প্যান নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার ১০ দুপুরে এটি মাওয়া প্রান্তে ৪ এবং ৫ নাম্বার খুঁটিতে বসানো হবে। তবে এখনও নদীতে স্রোত প্রতিকূল। যে কারণে কাল বসানো না গেলে তার পরের দিন খুঁটিতে সেতুর স্প্যান পাঠানো হবে।

বিজ্ঞাপন

পদ্মা নদীর মাওয়া অংশে কাল সব ধরনের নৌযান চলাচল এরই বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক থাকবে।

পদ্মাসেতু সূত্র জানায়, এর মাধ্যমে বঙ্গবন্ধু সেতুর সমান দূরত্ব হবে পদ্মাসেতুর। তবে যমুনা নদীর সেতু এই দূরত্বে যেতে ৩৮টি স্প্যান লেগেছিল। ৩২তম স্প্যান বসানোর পর পদ্মা সেতুর দৈর্ঘ্য হবে ৪৮০০ মিটার যা প্রায় ৫ কিলোমিটারের কাছাকাছি। সেতুতে মোট ৪১টি স্প্যান বসানো হবে। এটি বসানো হলে বাকি থাকবে আরও ৯টি স্প্যান বসানো। এগুলো বসানোর পর শরীয়তপুর এবং মুন্সিগঞ্জের মধ্যে সেতুর সংযোগ ঘটবে। দৃশ্যমান হবে পুরো ৬.১৫ কিলোমিটারের পদ্মা সেতু।

সেতু সচিব বেলায়েত হোসেন সারাবাংলাকে জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই ১০টি স্প্যান বসিয়ে দেওয়া হবে। তাদের লক্ষ্য আগামী বছর সেতুর নির্মাণ কাজ শেষ করা।

চলতি অক্টোবর মাসে সেতুর আরও দু’টি স্প্যান বসবে। নভেম্বরে বসানো হবে সর্বোচ্চ চারটি স্প্যান- এমনটা জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা।

এদিকে পদ্মা সেতুর ওপর সড়ক পথ নির্মাণ কাজ প্রায় ২ কিলোমিটার এগিয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, দুই পাড়ে পদ্মা রেল সংযোগ প্রকল্পের সঙ্গে সেতুর নকশা নিয়ে যে ত্রুটি দেখা হয়েছে তা এখনো সমাধান হয়নি। ত্রুটি সমাধানে প্রকৌশলীরা কাজ শুরু করেছেন।

উল্লেখ্য, সরকারের নিজস্ব ৩৩ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ চলছে স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের। এর মধ্যেই সেতুর ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানানো হয়েছে। আগামী বছর ডিসেম্বরে সেতু চালু করার কথা রয়েছে।

৩২তম স্প্যান পদ্মাসেতু স্প্যান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর