Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণকারীদের আইনের আওতায় আনার দাবি স্বেচ্ছাসেবক লীগের


৯ অক্টোবর ২০২০ ২০:১৮

ঢাকা: নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনের বিধান কঠোরভাবে প্রয়োগের দাবিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মানববন্ধন কর্মসূচি পালন করে। ‘ধর্ষক কোন দলের না, ধর্ষক দেশ ও জাতির শত্রু’ এই স্লোগানে শুক্রবার (৯ অক্টোবর) বিকালে রাজধানীর মৎস্য ভবন থেকে প্রেসক্লাব পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদ এবং নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনের বিধান কঠোরভাবে প্রয়োগের দাবি তোলেন সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে কেন্দ্রীয় ও মহানগর উত্তর দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবক লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর