ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
৯ অক্টোবর ২০২০ ১৮:৫২ | আপডেট: ৯ অক্টোবর ২০২০ ১৮:৫৩
ঠাকুরগাঁও: জেলার সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের নামাজপড়া এলাকায় গাছের সাথে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- রুহিয়া থানার উত্তর বঠিনা নতুনপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে মো. সিদ্দিক (৩৪) ও একই এলাকার কাবেদ আলীর ছেলে সুমন আলী (৩২)। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে এ এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বাদশা বাসেদ জানান, রানীগঞ্জ-পাটিয়াডাঙ্গী সড়কের নামাজপড়া এলাকায় মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মো. সিদ্দিক নিহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় মো. সুমন আলীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসার পথে তারও মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায়।