Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে তরুণীর মৃত্যু


৯ অক্টোবর ২০২০ ১৭:২৭

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে আনতারা মোকাররমা আনিকা (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। নিহত আনিকা শহরের বত্রিশ এলাকার মোকাম্মেল হকের মেয়ে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস জানান, সকালে ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনে মায়ের সাথে ঢাকা যাওয়ার সময় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গেলে ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের লাশ তার পিতা মোকাম্মেল হকের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের নিচে তরুণীর মৃত্যু রেলওয়ে স্টেশনে

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর