তরুণীকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ৮
৯ অক্টোবর ২০২০ ১৫:০৫ | আপডেট: ৯ অক্টোবর ২০২০ ১৮:৩০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক তরুণীকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ আট জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর চান্দগাঁও থানার সিঅ্যন্ডবি মোড় থেকে ওই তরুণীকে তুলে নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় কুমার বসাক সারাবাংলাকে বলেন, ‘চান্দগাঁও এলাকায় এক তরুণীকে তুলে নিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করেছে। আমরা আট জনকে গ্রেফতার করেছি। বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।’
গ্রেফতার অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই তরুণী বৃহস্পতিবার রাতে রাঙ্গুনিয়া উপজেলা থেকে এসে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে গাড়ি থেকে নামেন। সেখান থেকে চকবাজারে বাসায় যাওয়ার কথা ছিল। সিঅ্যান্ডবি মোড় থেকে তুলে নিয়ে তার ওপর কয়েকজন মিলে পাশবিক নির্যাতন চালায়।