আজও আকাশ থাকবে মেঘমুক্ত
৯ অক্টোবর ২০২০ ১১:৩১ | আপডেট: ৯ অক্টোবর ২০২০ ১৫:০৬
ঢাকা: গতকালের মত আজও দেশের অধিকাংশ স্থানে আকাশ মেঘুমক্ত থাকবে। দিনভর রৌদ্রজ্জ্বল আকাশ থাকলেও দুয়েক জায়গায় হঠাৎ হঠাৎ দুয়েক পশলা বৃষ্টিও নামতে পারে। আবহাওয়া অধিদফতর বলছে, সেক্ষেত্রেও পরিমাণ হবে আগের দিনের তুলনায় অনেকটা কম।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক। তিনি বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে চলমান বর্ষার বর্ষণ আগামী দুই-তিন দিন একটু কম থাকবে। দেশের দুয়েক জায়গায় হয়তো হঠাৎ একপশলা বৃষ্টি ঝরতে পারে। তবে সেটি একেবারেই হালকা। আগের মত ভারী বর্ষণ হবে না।
তিনি বলেন, আগামী সপ্তাহে একটি লঘুচাপের সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে আজ নদী ও সমুদ্রবন্দরগুলোতে কোনো সতর্কবার্তা নেই।
এদিকে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
ফাইল ছবি