হালুয়াঘাটে ইউপি চেয়ারম্যানের ফাঁসির দাবিতে বিক্ষোভ
৯ অক্টোবর ২০২০ ০৯:৩৮ | আপডেট: ৯ অক্টোবর ২০২০ ১০:২০
ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে স্বদেশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। তারা বলছেন, ইউপি চেয়ারম্যান ইরাদ চাঁদাবাজি ও মাদক কারবারের সঙ্গে জড়িত। খুনসহ সাত মামলার আসামি তিনি। দ্রুত বিচারের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) হালুয়াঘাটের ১২ নম্বর স্বদেশী ইউনিয়ন পরিষদের অধিবাসীরা ইউপি চেয়ারম্যান ইরাদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেন।
বিক্ষোভে উপস্থিত এলাকাবাসী বলেন, গত ৩০ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর গ্রামের আব্দুর কাদিরকে কুপিয়ে হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান ইরাদসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেফতারসহ দ্রুত বিচারের দাবি জানান তারা।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, ইউপি সদস্য শাজাহান মিয়া স্বপনসহ অন্যরা।
এদিকে, সারাদেশে ‘ধর্ষণ বন্ধ করুন, সুস্থ্য সুন্দর দেশ গড়ুন’— এ স্লোগানে নারী নির্যাতন ও ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হালুয়াঘাটে বিভিন্ন সংগঠন মানববন্ধন করেছে।
ইউপি চেয়রম্যান খুনের মামলা চাঁদাবাজি জিহাদ সিদ্দিকী ইরাদ সন্ত্রাস