Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্বশুরবাড়িতে সিলিং ফ্যানে ঝুলন্ত জামাইয়ের লাশ


৯ অক্টোবর ২০২০ ০১:৫৭

নেত্রকোনা: নেত্রকোণার পূর্বধলার মঙ্গলবাড়িয়ায় শশুরবাড়ি থেকে দোলন মিয়া (৪১) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বাড়ির একটি রুমের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। দোলন বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকতেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলের দিকে পূর্বধলা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। দোলনের স্ত্রীসহ তার পরিবারের সদস্যরা বলছেন, তিনি আত্মহত্যা করেছেন। তবে এর কোনো কারণ তারা জানাতে পারেননি।

বিজ্ঞাপন

দোলন উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ছিদ্দিক মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দোলন মিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকায় শ্বশুর মৃত নুরুল ইসলামের বাসাতেই বসবাস করতেন। দুপুরে তার স্ত্রী ঘরে ঢুকতে গিয়ে সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় নিথর দোলনকে দেখতে পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, দোলন আত্মহত্যা করেছেন। তবে এর কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আত্মহত্যা জামাই ঝুলন্ত লাশ ময়নাতদন্ত শ্বশুরবাড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর