Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের ‘চাপ কমাতে’ স্কুল-কলেজে সপ্তাহে ২ দিন ছুটি!


৮ অক্টোবর ২০২০ ২৩:১৬ | আপডেট: ৯ অক্টোবর ২০২০ ০৯:১১

ফাইল ছবি

ঢাকা: কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাপ কমাতে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করার প্রস্তাব করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। তাদের প্রস্তাবে এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সায় দিয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ২০২২ সালে চালু করার লক্ষ্যে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একটি পাঠ্যসূচির খসড়া উপস্থাপন করে এনসিটিবি। ওই খসড়া পাঠ্যসূচিতে সাপ্তাহিক ছুটি দুই দিন, অর্থাৎ শুক্রবারের সঙ্গে শনিবার যুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ প্রস্তাব কার্যকর করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কার্যকর করতে শিক্ষা মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। এনসিটিবি ২০২২ সাল থেকে কার্যকর প্রস্তাব রাখলেও দুই মন্ত্রণালয় চাইলে যেকোনো সময় তা কার্যকর করতে পারে।

বিজ্ঞাপন

এনসিটিবি’র চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, আমরা ২০২২ সালের জন্য একটি পাঠ্যসূচি তৈরি করে তার খসড়া বৈঠকে উপস্থাপন করেছি। সেখানে সাপ্তাহিক ছুটি শুক্রবারের সঙ্গে শনিবার যোগ করে দুই দিন করার কথা বলেছি। এতে করে শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। বরং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাপ কমবে।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বর্তমানে সাপ্তাহিক ছুটি ও অন্যান্য ছুটি বাদ দিয়ে বছরে মোট ২১৫ দিন পাঠদান চলে। শনিবার সাপ্তাহিক ছুটি কার্যকর করা হলে শিক্ষা প্রতিষ্ঠানে বছরে পাঠদান চলবে ১৮৫ দিন। সেক্ষেত্রে শ্রেণিকক্ষে পাঠদানের সময় কমলেও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাপ কমে যাওয়ায় তাদের পাঠগ্রহণের সক্ষমতা বাড়বে বলে সাপ্তাহিক দুই দিন ছুটি সমস্যা তৈরি করবে না বলে মনে করছে দুই মন্ত্রণালয়। সে কারণেই তারা এনসিটিবি’র প্রস্তাবে সায় দিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, সাধারণভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে শুধু শুক্রবার ছুটি থাকলেও ইংলিশ মিডিয়াম স্কুল এবং বেশকিছু নামিদামি বেসরকারি বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি দুই দিন চালু আছে। সপ্তাহে দুই দিন ছুটি রেখে এসব প্রতিষ্ঠান নির্বিঘ্নে চলতে পারলে বাকি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না— এমনটিই ভাবছেন সংশ্লিষ্টরা।

২ দিন ছুটি এনসিটিবি টপ নিউজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয় সাপ্তাহিক ছুটি স্কুল-কলেজ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর