৪ শিশুকে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে রিকশাচালক সজল
৮ অক্টোবর ২০২০ ১৯:৩১ | আপডেট: ৮ অক্টোবর ২০২০ ১৯:৩২
ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে চকলেটের লোভ দেখিয়ে ৪ শিশুকে ধর্ষণের অভিযোগের মামলায় রিকশাচালক সজল মোল্লা (৫৫) আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মামলাটির তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর হোসেন ভূঁইয়া আসামি সজল মোল্লাকে আদালতে হাজির করেন। এরপর আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়া তা রেকর্ড করার আবেদন করেন এ মামলার তদন্ত কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়া তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, খিলগাঁও থানাধীন উত্তর গোড়ান এলাকায় টিনসেড বাড়িতে ওই চার শিশুর পরিবার বসবাস করে। পাশাপাশি বাড়িতেই থাকে রিকশাচালক সজল মোল্লা। বেশ কয়েকদিন সজল মোল্লার স্ত্রী বাসায় না থাকার সুযোগে, শিশুদের চকলেট দেওয়ার লোভ দেখিয়ে রুমে ডেকে নেয় সজল। সেখানে সে বিভিন্ন কায়দায় শিশুদের ধর্ষণ করে।
ওই ঘটনায় মামলা দায়েরের পরই রাতে সজল মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।