Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার


৮ অক্টোবর ২০২০ ১৮:৩১ | আপডেট: ৮ অক্টোবর ২০২০ ২৩:২৩

নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জে দুই সন্তানের মাকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্প‌তিবার (৮ অক্টোবর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত পুলিশ সদস্যের নাম আব্দুল কুদ্দুস নয়ন। সে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত। এর আগে, গতকাল বুধবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগি ওই নারীর সাথে দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় নয়নের। ফেসবুকের পরিচয়ের সূত্র ধরে তার সাথে প্রায়ই কথা হতো ওই নারীর। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্কের কারণে প্রায় তার নারীর বাসায় যাতায়াত ছিল। গত ৬ অক্টোবর বিকালে নয়ন আবারও ওই নারীর বাসায় যায়। এসময় বিয়ে সংক্রান্ত বিষয়ে আলাপ আছে বলে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী নারীর মামলায় আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ধর্ষণ পুলিশ সদস্য

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর