Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেগমগঞ্জে নারী নির্যাতন: কালাম ও মাঈনুদ্দিনের রিমান্ড মঞ্জুর


৮ অক্টোবর ২০২০ ১৮:১১

নোয়াখালী: জেলার বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র নির্যাতন করা নির্যাতিতা নারীর দায়ের করা মামলার ৬ নম্বর আসামি কালামকে ১০ দিন ও মাঈনুদ্দিন সাহেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক আহম্মদ বলেন, ‘নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেগমগঞ্জ ৩নং আমলি আদালতের বিচারক মাশফিকুল হকের আদালতে রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে, আসামি কালামের ৩ মামলায় ৭ দিন করে ২১ দিন ও মাঈনুদ্দিন সাহেদের ২ মামলায় ২ দিন করে ৪ দিনের রিমান্ড আবেদন করা হয়। এ নিয়ে এ মামলায় মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে ৪ অক্টোবর ২টি মামলা করেন। পরে ৬ তারিখ রাতে দেলোয়ার ও কালামকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন বেগমগঞ্জ মডেল থানায়।

এদিকে, একই আদালতে মামলার অপর আসামি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগের ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার কথা রয়েছে।

বিবস্ত্র করে নির্যাতন বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র নির্যাতন রিমান্ড মঞ্জুর শিশু নির্যাতন দমন আইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর