বাইডেন রাশিয়ার কড়া সমালোচক: পুতিন
৮ অক্টোবর ২০২০ ১৫:০৪
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ এর ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন কড়া ভাষায় রাশিয়ার বিরুদ্ধে সমালোচনা করেন বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্স।
বুধবার (৭ অক্টোবর) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ভ্লাদিমির পুতিন এ কথা বলেন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে এই প্রথম কোনো মন্তব্য করলেন পুতিন। বাইডেনের সমালোচনা করার পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসাও করেছেন তিনি।
পাশাপাশি, অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে বাইডেনের কথা উৎসাহব্যাঞ্জক জানিয়ে, যুক্তরাষ্ট্রের যে কোনো ভবিষ্যৎ প্রেসিডেন্টের সঙ্গেই রাশিয়া কাজ করতে প্রস্তুত বলেও পুতিন মন্তব্য করেছেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে পুতিন বলেন – তিনি (ট্রাম্প) সবসময় মস্কোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। অবশ্যই, মস্কোর কাছে তার এ ইচ্ছার দাম আছে।
রাশিয়া যে ট্রাম্পকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে চায় – এ কথা নতুন নয়। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পকে জেতাতে রাশিয়া নির্বাচনে হস্তক্ষেপ করেছে – এই অভিযোগও অনেক দিনের পুরাতন। পুতিন অবশ্য বুধবার আবারও ওই অভিযোগ অস্বীকার করেছেন।
তবে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনসহ শীর্ষ রুশ কর্মকর্তারা এবারও যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করে বাইডেনের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছেন – মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ গত আগস্টে এমন সন্দেহ প্রকাশ করেছে।
আর জো বাইডেনও গত জুলাইয়ে বলেছিলেন, রাশিয়া আবারও যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের তৎপরতা চালাচ্ছে। এ নিয়ে তিনি উদ্বেগও প্রকাশ করেছিলেন। বাইডেনের ওই কথার পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বুধবারের টিভি ভাষণে তাকে নিয়ে মুখ খুললেন।
তবে বাইডেনের সমালোচনা করলেও অস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র-রাশিয়া দ্বিপক্ষীয় চুক্তির বিষয়ে ডেমোক্র্যাটিক পার্টির এই প্রার্থীর অবস্থানের সঙ্গে পুতিন একমত প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, পরমাণু অস্ত্রের পরিমাণ ৩০ শতাংশ হ্রাস করতে ২০১৫ সালের ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ একটি চুক্তি স্বাক্ষর করেন। ‘নিউ স্টার্ট’ নামের ওই চুক্তির মাধ্যমে চিরবৈরী দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন এবং পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার পথে নতুন পদক্ষেপ বলে বিবেচনা করা হচ্ছিল। ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি চুক্তিটি কার্যকর হয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে চুক্তির মেয়াদ শেষ হবে। কিন্তু, ওয়াশিংটন ও মস্কো এখনও নতুন চুক্তি বা বর্তমান চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে একমত হতে পারেনি।
এ ব্যাপারে পুতিন বলেন, বাইডেন জনসম্মুখেই বলেছেন তিনি ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ বাড়াতে বা অস্ত্র নিয়ন্ত্রণে নতুন চুক্তি করতে প্রস্তুত আছেন। ভবিষ্যতে দুই দেশের সহযোগিতার সম্পর্কে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে।
জো বাইডেন টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ যুক্তরাষ্ট্র রাশিয়া