Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের চেষ্টায় মামলা


৮ অক্টোবর ২০২০ ১১:১৬

প্রতীকী ছবি

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের রানীগাঁও গ্রামে দ্বিতীয় শ্রেণির মাদরাসা শিক্ষার্থীকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে ।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে শিশুটি ঘুমিয়ে থাকলে একই গ্রামের বাসিন্দা মো. কামাল মিয়া (৪২) নামের এক যুবক তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসে।

অভিযুক্ত কামাল ওই গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। সে পেশায় একজন মুদি ব্যবসায়ী।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, অভিযুক্ত ও ভিকটিমের বাড়ি একই গ্রামে। কালামের স্ত্রী গত ৫ অক্টোবর বাড়িতে না থাকায় ওই দিন রাতে কামালের মা শিশুটিকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে নাতনীদের সঙ্গে ঘুমাতে বলে। পরে ওই রাতে কামাল ঘুমন্ত অবস্থায় ওই শিশুর মুখ চেপে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে শিশু শিক্ষার্থীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এঘটনায় ওই শিশুর বড় ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ধর্ষণ নেত্রকোনা মাদরাসা

বিজ্ঞাপন

বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
১১ জানুয়ারি ২০২৫ ১৯:৪৮

আরো

সম্পর্কিত খবর