Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণ মামলা


৮ অক্টোবর ২০২০ ১০:০০ | আপডেট: ৮ অক্টোবর ২০২০ ১৫:০৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশের কনস্টেবলের আব্দুল কুদ্দুস নয়নের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাতে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। অভিযুক্ত কনস্টেবল রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত।

মামলার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, ‘অভিযোগকারী জানিয়েছেন, কয়েক বছর আগে প্রেমের সূত্রে তদের বিয়ে হয়। তবে কোনো কাবিননামা ও বিয়ের রেজিস্ট্রি নথি নেই। মসজিদের হুজুর ডেকে বিয়ে পড়ানো হয়।’ এরপর রাতে তিনি থানায় এসে ধর্ষণের মামলা দায়ের করেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘অভিযোগে তিনি বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। তবে ওই পুলিশ সদস্যকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।’

করোনা ধর্ষণ নারায়ণগঞ্জ পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর