বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: আসামি কালাম গ্রেফতার
৭ অক্টোবর ২০২০ ২০:৫৩ | আপডেট: ৮ অক্টোবর ২০২০ ০৩:৫১
ঢাকা: নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে ধর্ষণচেষ্টা ও বিবস্ত্র করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলার অন্যতম আসামি কালামকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করেছে র্যাব-১১। রাতেই তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
বুধবার (৭ অক্টোবর) রাতে তাকে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম।
তিনি বলেন, ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় আত্মগোপনে ছিল কালাম। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে প্রাথমকি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। কালাম দেলোয়ার বাহিনীর একজন সক্রিয় সদস্য বলেও স্বীকার করেছে।
উল্লেখ্য, বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার ভিডিও রোববার (৪ অক্টোবর) ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোমবার (৫ অক্টোবর) ওই ঘটনায় মামলা দায়ের করেন ওই নারী। মামলায় ৩ নম্বর আসামি ছিলেন কালাম। তবে ওই মামলায় কথিত দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে আসামি করা হয়নি।
এ ঘটনার পর মানবাধিকার কমিশনের তদন্ত দলকে ওই নারী জানান, এর আগে দেলোয়ার তাকে দুইবার ধর্ষণও করেছে। পরে মানবাধিকার কমিশনের সহায়তায় মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে দেলোয়ারকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন ওই নারী। ওই মামলায় কালামের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনা হয়।
আরও পড়ুন-
- গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: দেলোয়ার ও বাদল গ্রেফতার
- বেগমগঞ্জের সেই দেলোয়ার অস্ত্র মামলায় দুই দিনের রিমান্ডে
- বেগমগঞ্জে নারী নির্যাতন: মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি
- গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনে জড়িত ৯ জন চিহ্নিত, গ্রেফতার ৪
- বেগমগঞ্জের ঘটনার মূল হোতা দেলোয়ারের ২ সহযোগী গ্রেফতার
- বেগমগঞ্জে নারী নির্যাতন: মেম্বার, মামলার ৫নং আসামি গ্রেফতার
- নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে বখাটেদের মারধর, গ্রেফতার এক
- বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতন: গ্রেফতার ২ আসামি ছয় দিনের রিমান্ডে
- শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় বেগমগঞ্জের গৃহবধূকে শ্লীলতাহানি: র্যাব
- বেগমগঞ্জের ওই নারীর ভিডিও অপসারণ, নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের
আসামি কালাম গ্রেফতার টপ নিউজ নারী নির্যাতন বিবস্ত্র করে নির্যাতন ভাইরাল ভিডিওধারণ র্যাব